মুজিবনগর উপজেলা যুবলীগের আহবায়ক কামরুল হাসান চাদু গ্রেফতার
মেহেরপুরের মুজিবনগর উপজেলা যুবলীগের আহবায়ক ও মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদুকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বিশৃংখলা সৃষ্টির অভিযোগে একটি মামলার আসামি হিসেবে তাকে আজ মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মুজিবনগর থানা পুলিশ।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এলাকায় বিশৃংখলা ও নাশকতা সৃষ্টির বিষয়ে কামরুল হাসান চাদুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পরে মুজিবনগর থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।