• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

মুজিবনগরে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ

বির্বতন প্রতিবেদক
Update : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। প্রশিক্ষক আছিয়া খাতুনের মাধ্যমে প্রশিক্ষণার্থী প্রতি ২০০ টাকা করে নেওয়া হয়েছে। দরিদ্র নারীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি এখন সমালোচনায় পরিণত হয়েছে।
অভিযোগে জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আই.জি.এ প্রকল্পের আওতাধীন ফ্যাশন ডিজাইন ও ফুড প্রসেসিং বিষয়ে ৯০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণে প্রতি শিফটে ১০০ জন নারী অংশ গ্রহণ করেন। ব্যাংক হিসেবের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ১২ হাজার টাকা করে প্রদান করা হয়। এই ব্যাংক হিসাব খোলার কথা বলে প্রশিক্ষক আছিয়া খাতুন তাদের কাছ থেকে মাথাপিছু ২০০ টাকা করে আদায় করেন।
কয়েকজন প্রশিক্ষণার্থীর সাথে কথা বলে জানা গেছে, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজার দোহাই দিয়ে প্রশিক্ষক আছিয়া খাতুন টাকা দিতে বাধ্য করেছে। ব্যাংক হিসাব খুলতে কোন ১০ টাকা লাগে বলে তারা জানেন। কিন্তু প্রশিক্ষণের ক্ষেত্রে অসুবিধা হবে এমন ভয়ে তারা টাকা দিয়েছেন।
এদিকে অভিযোগের বিষয়টি কৌশলে এড়িয়ে যান প্রশিক্ষক আছিয়া খাতুন। কোন তথ্য নিতে হলে স্যারের সাথে (উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা) কথা বলতে হবে বলে জানান তিনি।

সোনালী ব্যাংক মুজিবনগর শাখা ব্যবস্থাপক জানান, প্রশিক্ষণার্থীদের কোন হিসাব খোলা হয়নি। হিসাব খুলতে ১০ টাকা প্রয়োজন হয়। এবং এটার সরকারী নির্দেশনা আছে।
মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এ বিষয়টি শুনেছি। আমি বিষয়টি খতিয়ে দেখছি প্রমান পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category