মুজিবনগরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
দিনটি উপলক্ষে মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিনের নেতৃত্বে পি ডব্লিউ ডি আই বি রেস্ট হাউজে আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। তিনি ১৯৭১ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন । দেশ স্বাধীন হওয়ার পর নানা শেখ মুজিবুর রহমান স্যাররা নাম রাখেন জয়। জয় বাংলাদেশের একজন তরুণ আইকন। ডিজিটাল বাংলাদেশের নেপথ্য কারিগর।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, দারিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহাজান সিরাজ (দোলন), মহাজনপুর ইউনিয়ন সভাপতি শেখ রাসেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, শাহ ওয়ালিউল্লাহ সোহাগ, মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপন গাজী, সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ প্রমুখ।