“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম ।
এসময় মৎস্য অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন এবং ২৩ থেকে ২৯ জুলাই ২০২২ পর্যন্ত ছোট মাছ, রুই, মৃগেল ,কাতলা, ঘানিয়া, কালবাউস , ৯ ইঞ্চির নিচে ছোট জাতের মাছ ধরা নিষিদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা নাজমুস সাকিব, ক্ষেত্র সহকারী আহসান হাবীব, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শেখ সফিসহ মুজিবনগর উপজেলার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।