মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, স্বাধীনভাবে সুতিকাগার মুজিবনগরকে ঢেলে সাজানোর জন্য মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র অবিলম্বে বাস্তবায়ন হবে মুক্তিযুদ্ধের ইতিহাস দেখতে দেশ-বিদেশের হাজারো মানুষের সমাগম ঘটবে স্মৃতি বিজড়িত মুজিবনগরে।
জনপ্রশাসন মন্ত্রী বলেন মুজিবনগর ঐতিহাসিক আম্রকাননে ১৭ই এপ্রিল স্বাধীনতা ঘোষণা করা হয় প্রথম। স্মৃতি বিজড়িত এই জায়গাটিকে বর্তমান সরকার সর্বচ্চো গুরুত্ব দিয়েছেন। সোমবার (১৬ এপ্রিল) বিকেলে ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সের পর্যটন মোটেল অডিটরিয়ামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নের জন্য প্রস্তাবিত মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র স্থাপন শীর্ষ প্রকল্পের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, অনুষ্ঠানে প্রকল্পের কর্মকর্তা, মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুজিবনগরে অবস্থিত মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো ঘুরে দেখেন।