চট্টগ্রামের মিরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বেলা ১টার দিকে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন ঝর্ণা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের অন্তত ১১ জন নিহত হয়েছে বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন আরো কয়েকজন।