রবিবার (২ অক্টোবর) বিকালে মরহুম কামরুজ্জামান (বুড়ো) স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কার্যালয়ের সামনে জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, হাজী মহসিন আলী, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিক, গাংনী পৌর কাউন্সিলর মোতালেব হোসেন।
অনুষ্ঠানে ৩৭ জন নারীকে সেলাই মেশিন ও ৩২ জন ছাত্রছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।