• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

মানুষ শহরের সেবা এখন গ্রামে বসেই পাচ্ছে – মোহাম্মদ সাহিদুজ্জামান এমপি

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২
মানুষ শহরের সেবা এখন গ্রামে বসেই পাচ্ছে - মোহাম্মদ সাহিদুজ্জামান এমপি
মানুষ শহরের সেবা এখন গ্রামে বসেই পাচ্ছে - মোহাম্মদ সাহিদুজ্জামান এমপি

শেখ হাসিনার সরকার প্রতিনিয়িত উন্নয়ন করে যাচ্ছে। এখন সাধারণ মানুষের সেবা নিতে শহরে আসার দরকার হয় না। শহরের সেবা এখন গ্রামে বসেই পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষ্যে নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাইমেশিন ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে বাইসাইকেলে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।

রবিবার (২ অক্টোবর) বিকালে মরহুম কামরুজ্জামান (বুড়ো) স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কার্যালয়ের সামনে জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা  আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, হাজী মহসিন আলী, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ  রফিক, গাংনী পৌর কাউন্সিলর মোতালেব হোসেন।
অনুষ্ঠানে ৩৭ জন নারীকে সেলাই মেশিন ও ৩২  জন ছাত্রছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category