মানিকগঞ্জ সদর উপজেলায় বিনাবৃষ্টির বজ্রপাতে ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার জাগীর পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা সদরের জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে শুক্রবার বিকালে ইউসুফ আলী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হওয়ার কথা ছিল। জাগীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেনের বাবা প্রয়াত ইউসুফ আলীর নামে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বিকালে খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকায় থেকে দর্শকেরা ওই মাঠে যাচ্ছিলেন। বিকাল সোয়া ৪টার দিকে মাঠের অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর পুলিশ ক্যাম্প এলাকায় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে খেলা দেখতে যাওয়ার সময় ওই ১৯ জন আহত হন। তাদের মধ্যে তিনজনের শরীরে সামান্য ঝলসে যায়। এছাড়া বাকিরা বজ্রপাতে আহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরে বিকাল ৫টার দিকে মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন হাসপাতালে আহতদের দেখতে যান। তিনি বলেন, বজ্রপাতের সময় কোনো বৃষ্টিপাত হচ্ছিল না। আকস্মিক এ ঘটনায় আহত পরিবারের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে।
বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। তাদেরকে শিরায় স্যালাইন দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ওষুধ দেওয়া হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দা শামীমা আক্তার বলেন, বজ্রপাতে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের শরীরের সামান্য অংশ ঝলসে গেছে।