• শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর সাহারবাটি ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত গাংনীর ধানখোলা ইউনিয়নে বিএনপি নেতা নুর ইসলামের গণসংযোগ মেহেরপুর জেনারেল হাসপাতালে জামায়াতের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্যের চার দিনের রিমান্ডে গাংনীতে জমি দখলের চেষ্টা প্রাচীর ভাংচুর গাছ কাটার অভিযোগ গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু ও কাফনের কাপড় রেখে প্রাণনাশের হুমকি মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত গাংনীতে সেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটির ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মহেশপুরে গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আহত-২ মেহেরপুরে ২৫টি স্বর্ণের বারসহ আটক-২

বাংলাদেশ দল ঘোষণা করলো নারী বিশ্বকাপ বাছাই পর্বে

বিবর্তন ডেস্ক
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাছাইপর্বে বাংলাদেশসহ মোট আটটি দেশ দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপের সেরা দুই দল আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপে খেলবে।

দলে নতুন মুখ পেসার মারুফা আকতার। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় নারী ক্রিকেট লিগে দারুন বোলিংয়ের সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছেন মারুফা। ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছিলেন বিকেএসপির হয়ে খেলতে নামা মারুফা। এছাড়া জাতীয় লিগে সিলেট বিভাগের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নেন মারুফা।

সংযুক্ত আরব আমিরাতে ১৪-২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো। আগামী ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।

বাছাইপর্ব খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে ৮ সেপ্টেম্বর দেশ ছাড়বে নারী দল।

ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলংকা।

বাংলাদেশ নারী দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

বাছাইপর্বে বাংলাদেশের খেলার সূচি:

১৮ সেপ্টেম্বর : প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

১৯ সেপ্টেম্বর : প্রতিপক্ষ স্কটল্যান্ড।

২১ সেপ্টেম্বর : প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category