মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের হাতে ত্রাণের টাকা তুলে দিয়েছেন উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিট। উপজেলা ইউনিয়ন ইউনিট প্রধানরা স্থানীয় বিএনপি নেতা কর্মীদের নিকট থেকে সংগ্রহকৃত ত্রাণের ২ লক্ষ ২০ হাজার টাকা তুলে দেন। বুধবার (২০জুলাই) দুপুরে গাংনী উপজেলা ও পৌরবিএনিপর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ত্রাণ সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা মানুষকে নি:স্ব করে ফেলেছে। এই সময় অসহায় মানুষের পাশে দাড়ানো নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার খোঁজ না নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বর্তমান সরকার বন্যার্তদের পাশে না দাড়িয়ে বিএনপির ত্রাণ কার্যক্রম নিয়ে উপহাস করে যাচ্ছেন। অথচ, হাহাকার করছেন সিলেটসহ দেশের বিভিন্ন স্থানের বন্যা পীড়িত মানুষ জন।