সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে সরগরম সোস্যাল মিডিয়া। নিজ নিজ অবস্থান তুলে ধরে সরকারের উন্নয়নের প্রচার প্রচারণা চালাচ্ছেন নেতা ও তার অনুগতরা। এরই মধ্যে বিপত্তি ঘটেছে আরোও একটি স্ট্যাটাসে।
ইনসাইড বাংলাদেশ নামের পেইজে সারা দেশের ৯৭টি আসনের নিশ্চিত সম্ভাব্য এমপি প্রার্থীদের তালিকা ঘোষণা করে পোস্ট দেওয়া হয়। এর মধ্যে মেহেরপুর-১ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হলেও মেহেরপুর-২ আসনের প্রার্থীর নাম নেই।
তবে মেহেরপুর -১ আসনের প্রার্থী হিসেবে বর্তমান জনপ্রশাসন মন্ত্রির নাম থাকায় তাঁর অনুসারিরা মেতে উঠেছেন নানা ধরণের কমেন্টে করাতে। যদিও বাংলাদেশ আওয়ামী লীগের সোস্যাল মিডিয়ার ভেরিফাইড পেইজ থেকে এটিকে ভুয়া বলে দাবী করা হয়েছে। ইনসাইড বাংলাদেশ নামের পেইজের চুড়ান্ত তালিকায় বাদ পড়েছেন অনেক ত্যাগি নেতা ও বর্তমান সরকারের অনেক মন্ত্রি ও বাঘা বাঘা এমপি।
এদের সম্পর্কে সোস্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই স্বপক্ষে তুলে ধরেছেন নানা ইতিবাচক মন্তব্য। আবার কেউ কেউ মন্তব্যের পাল্টা মন্তব্য ছুড়ে দিয়েছেন। দেখা দিচ্ছে অভ্যন্তরীণ কোন্দল ও ফেসবুক বাকযুদ্ধ। মেহেরপুর-১ আসন নিয়ে কমেন্টে ঝড় না উঠলেও বাকযুদ্ধ ও কমেন্টে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে মেহেরপুর-২ আসন নিয়ে।
মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেনের ক্ষেত্রে অনেকেই আলহামদুলিল্লাহ উচ্চারণ করলেও কয়েকজন নেতিবাচক মন্তব্যও করেছেন। জাহাঙ্গীর পাভেল তার ফেসবুকে লিখেছেন ইসাইডার বাংলাদেশকে মনোনয়ন ঘোষণার দায়িত্ব দেওয়া হয়েছে কবে থেকে? একজন লিখেছেন এক নম্বরে না দিলে ফিতা বাবার বেতন নাই, বর্ডার বাবা উড্ডলের দরজা বন্ধ, মেদুল ভায়ের পানি বন্ধ ও মুখতার স্যারের ছাদ ঢালাই বন্ধ।
এদিকে গাংনী আসনের নেতাদের কমীর্গন শুরু করেছেন কাদা ছোড়াছুড়ি। কেউ কেউ বর্তমান সংসদ সদস্যকে এমপি হিসেবে দেখতে চান বলে কমেন্ট করেছেন। আবার কেউ কেউ বিতর্কিত লোকের সন্তান বলেছেন। অনেকেই এম এ খালেক ও মকবুল হোসেনকে এমপি হিসেবে দেখতে চেয়েছেন। আবার কেউ কেউ ওয়াসিম সাজ্জাদ লিখনকে প্রস্তাব করেছেন। অনেকেই আবার কমেন্টে লিখেছেন স্বামি বিদেশ। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুলের পক্ষে কেউ মন্তব্য করেন নি।
সকল সংবাদকে গুজব ও বিভ্রান্তিকর নিউজ উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এ নিয়ে প্রতিবাদ করা হয়েছে এবং তাদের সম্পর্কে ইমেইলে নোটিশ করতে বলা হয়েছে। পেজটিতে বলা হয়েছে: গুজব ও বিভ্রান্তিকর নিউজ। বাংলাদেশ আওয়ামী লীগ এধরণের কোন তালিকা প্রকাশ করেনি। যারা বার বার এধরণের তালিকা বা মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ। এসব গুজব দেখলেই পেজে ইনবক্স করুন অথবা মেইল করুন info@albd.org এই ইমেইলে।