জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রবীণরা শিশুর মত হয়। শিশুরা যেমন ভালবাসা চাই, প্রবীণরাও বয়স্ককালে তেমনি শিশুসুলভ হয়ে যায়। তাই আমাদের প্রবীণদের প্রতি যত্নশীল হতে হবে। একজন প্রবীণ একটি পরিবারের স্তম্ভ। তেমনি প্রবীণরাই হলো একটি সুন্দর রাষ্টের খুঁটি। যাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিবার এবং সমাজ এগিয়ে যেতে পারে।
কারণ প্রবীণদের অভিজ্ঞতা আছে। তাই প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগালে একটি সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তাই প্রবীণদের প্রতি যত্নশীল হতে হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা থাকবে।
মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি প্রবীণদের উদ্দেশ্যে বলেন- নিজেকে ভালো রাখতে হলে নিজের প্রতি মেন্টেনেন্স বাড়াতে হবে। রাতের ঘুম ভালো হতে হবে। এক্ষেত্রে পরিমিত খাওয়া এবং হাঁটাচলা করতে হবে। কোয়ালিটি অব লাইফ নিশ্চিত করতে হবে। কারণ আপনারা আমাদের সম্পদ। আপনাদের জ্ঞান ভান্ডার বেশি। যেখানে প্রবীণ থাকে না, সেখানে সমস্যার সমাধান করা দূরহ হয়ে পড়ে। সমাজের স্থিতিশীলতার জন্য প্রবীণদের প্রয়োজন।
জীবনে সফলতা নাকি সুখী হওয়া বড় প্রয়োজন? আমি মনে করি সুখী হওয়া বড় প্রয়োজন জীবনে। দুশ্চিন্তা শরীরের আটারীকে সঙ্কুচিত করে। তাই দুশ্চিন্তা করবেন না। পজেটিভ মানুষ হতে হবে। নেগেটিভিটিকে এড়িয়ে চলতে হবে। কারণ মানুষের নেগেটিভিটি মানুষকে অসুন্দর করে। তাই সুন্দর আচরণের অধিকারী হতে হবে। মনে রাখবেন সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মানুষের সুন্দর আচরণ।
শনিবার ( ০১ অক্টোবর) সকাল ১১ টার সময় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. এম এ বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। অনুষ্ঠানে জেলা প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।