নড়াইলের দিঘলিয়া, লোহাগড়া ও রাঙ্গুনিয়া চন্দ্রঘোনায় মন্দির ভাংচুর, সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে হামলা লুটপাট, নির্যাতনসহ শিক্ষকদের লাঞ্ছনা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতন যুব পরিষদ।
রাঙ্গামাটি জেলা কমিটি সনাতন যুব পরিষদ সভাপতি অজিত শীলের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ জেলা সভাপতি অমর কুমার দে, ইসকন মন্দির অধ্যক্ষ নিতাই নুপুর দাশ, রাঙ্গামাটি জেলা সনাতন যুব পরিষদের সাবেক সভাপতি জগন্নাথ ভদ্র, রাঙ্গামাটি মেডিকেল কলেজ সনাতন যুব পরিষদ, পৌর কমিটি সনাতন যুব পরিষদের নেতৃবৃন্দ।
বক্তারা অচিরেই এই সকল হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবী জানান।
সনাতন যুব পরিষদ জেলা কমিটি সোমবার শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন মঠ-মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মালম্বীরা অংশ গ্রহন করেন।