হাসপাতালের বিছানায় বেশ কয়েকদিন যুদ্ধ শেষে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানাগেছে, গত ২১ জুলাই অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অমিত হাবিবকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হয়। এর আগে ২০২০ সালেও স্ট্রোক করেছিলেন অমিত হাবিব।
দেশ রূপান্তরে যোগ দেওয়ার আগে তিনি দৈনিক কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক, সমকাল ও যায় যায় দিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।