• শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গণ ডাকাতি ॥ ডাকাতের অস্ত্রের কোপে গুরুতর আহত বাস চালক মেহেরপুরে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় চাঁদাবাজি মামলায় মুজিবনগরে ছাত্রলীগ নেতাসহ পাঁচ জন গ্রেফতার দুই দিনে ১৭ রোগী শনাক্ত গাংনীতে ডেঙ্গু আতঙ্ক গাংনীতে শিক্ষকদের দ্বন্দ্বে ক্লাস বর্জন, শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ শেখ মুজিব ও তার কন্যা হাসিনা মানেই দুঃশাসন: জাভেদ মাসুদ মিল্টন গাংনীতে পঞ্চাশোর্ধ নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের গাংনীতে আগ্নেয়াস্ত্র ফাঁসাতে গিয়ে নিজেই র‌্যাবের গ্যাড়াকলে গাংনীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালন মেহেরপুরে ভ‍্যান চালকের মৃত্যু নিয়ে ধুম্রজাল

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্যের চার দিনের রিমান্ডে

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্যের চার দিনের রিমান্ডে
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্যের চার দিনের রিমান্ডে

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে দুই মামলায় পৃথকভাবে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক রুমানা আফরোজ তাঁর রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এ সম্পর্কে ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ‘আমরা সকালে সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত দুই মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তবে পৃথকভাবে নয়; একই সঙ্গে চার দিন জিজ্ঞাসাবাদ করা হবে।’

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নায়েব আলী জোয়ার্দ্দারকে ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গত ১৯ ও ২৪ আগস্ট ঝিনাইদহ সদর থানায় দুটি নাশকতার মামলার করা হয়। সেই মামলার ১ নম্বর আসামি ছিল নায়েব আলী জোয়ার্দ্দার।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ আরও বলেন,শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়িতে নায়েব আলী জোয়ার্দ্দার অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে র‌্যাব-৬ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালান। ওই বাড়ি থেকে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তাঁকে গ্রেফতার করা হয়। রাতেই তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টা গ্রেফতার হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category