মেহেরপুরেও সারাদেশের ন্যায় শুক্রবার রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভিতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য হবে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা লিটার, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা লিটার।
এমন সংবাদ প্রচার হওয়ার পরপরই গ্রাহকরা তেল পাম্পে যায়। পাম্পগুলোতে তেল নেই বলে জানিয়েছেন তেলপাম্প কর্মরতরা।
জেলার অধিকাংশ পাম্পে একই অবস্থা। অনেকেই মন্তব্য করেছেন, কর্তৃপক্ষ বিষয়টি আঁচ করতে পেরে আগে থেকেই তেল সরিয়ে ফেলে। অধিক মুনাফার আশায় মুহুর্তেই তেলশুণ্য ঘোষনা করা হয়েছে।
তবে ব্যতিক্রম দেখা গেছে, গাংনী মেহেরপুর সড়কের বাঁশবাড়িয়ায় অবস্থিত “মেসার্স গাংনী ফিলিং স্টেশনে” এর মালিক মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম নিজে দাড়িয়ে থেকে পূর্বের দামেই তেল বিক্রি করতে দেখা গেছে।
রাত ১২ টা থেকে নতুন মূল্যে প্রতি লিটার পেট্রোল ১৩০ টাকা বিক্রি কর্যকর হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ের পরেও পূর্বের দামেই সব রকম তেল বিক্রি করছেন।
তিনি জানিয়েছেন যতোক্ষণ স্টকে পেট্রোল, অকটেন ও ডিজেল মজুদ আছে এবং গাড়ি আসবে ততোক্ষণ পূর্বের মূল্যেই তা বিক্রয় করা হবে।