মেহেরপুর গাংনীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের বহুতল ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপজেলার এইচবি মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও বামন্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বেলা ১১ টার সময় দুই কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব নব নির্মিত ভবনের উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। নামফলক উম্মোচন শেষে বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপর দিকে ৮৫ লাখ টাকা ব্যয়ে বামন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার সম্প্রসারিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামন্দি ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের পরিষদ কমিটির সভাপতি মকলেচুর রহমান, মেহেরপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (পুর) শাহীনুজ্জামান, এইচ বি মাধ্যামিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রাজু আহম্মেদ, গাংনী পৌর যুব লীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল আলিম, কাজিপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।