• শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গণ ডাকাতি ॥ ডাকাতের অস্ত্রের কোপে গুরুতর আহত বাস চালক মেহেরপুরে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় চাঁদাবাজি মামলায় মুজিবনগরে ছাত্রলীগ নেতাসহ পাঁচ জন গ্রেফতার দুই দিনে ১৭ রোগী শনাক্ত গাংনীতে ডেঙ্গু আতঙ্ক গাংনীতে শিক্ষকদের দ্বন্দ্বে ক্লাস বর্জন, শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ শেখ মুজিব ও তার কন্যা হাসিনা মানেই দুঃশাসন: জাভেদ মাসুদ মিল্টন গাংনীতে পঞ্চাশোর্ধ নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের গাংনীতে আগ্নেয়াস্ত্র ফাঁসাতে গিয়ে নিজেই র‌্যাবের গ্যাড়াকলে গাংনীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালন মেহেরপুরে ভ‍্যান চালকের মৃত্যু নিয়ে ধুম্রজাল

গাংনীতে সেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটির ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
গাংনীতে সেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটির ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাংনীতে সেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটির ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুরের গাংনীতে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি স্লোগানকে নিয়ে শিক্ষার্থী ও জেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলীকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ ফেস্টিভ্যাল।

বৃহষ্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।

সংগঠনের সমন্বয়ক (সার্বিক) কায়েস মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। প্রথম পর্বের অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাম ফর হিউম্যানিটির উপদেষ্টা ও সমাজসেবক শফিউর রহমান টমা, সিনিয়র শিক্ষক ও উপদেষ্টা রফিকুল ইসলাম, মাস্টার ট্রেইনার ও উপদেষ্টা সাধন কুমার মন্ডল। এছাড়াও জেলার সকল সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সেচ্ছাসেবীবৃন্দ অংশগ্রহন করেন। পরে কাম ফর হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মামুন অর রশিদ বিজনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।

ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন কাম ফর হিউম্যানিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইরফানা তাসনুবা অদিতি ও সাংস্কৃতিক বিষয়ক সমন্বয়ক নাফিউল ইসলাম।
দ্বিতীয় পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল আল মারুফ, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, ডা: তাসনোভা মুর্শেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী, স্মার্ট ডায়াগনস্টিক সেন্টার রাজশাহীর পরিচালক সুমন আজিম, প্রত্যয় যুব সংঘ কুষ্টিয়ার সভাপতি ও সাংবাদিক এসএম সুমন প্রমুখ।

তরুণদের দক্ষতা উন্নয়নে আলোচনা রাখেন, এস,এস আইটি বাংলাদেশের সিইও শাফিন সজল, ভিজ্যুয়াল এক্স এর সিইও সামি এক্স, ড্রিমসেল গ্রুপের সিইও রাসেল আহমেদ। দেশের চলমান দূর্যোগে এবং মানবিক ও সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখায় গাংনী প্রেসক্লাব, মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন ও আমাদের জন্মভূমি মেহেরপুরকে সেরা সেচ্ছাসেবী সংগঠন অ্যাওয়ার্ড ও জেলার ৩ রক্তদাতা সংগঠকদের সেরা রক্তদাতা সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও দিনব্যাপী শিক্ষামূলক খেলাধুলা, কুইজ অনুষ্ঠিত হয়।

শেষ পর্বে কেক কেটে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়। জেলার অন্যতম ব্যান্ড দল রাজপথ ও উদয় বাউল, জেএস বাপ্পি, রজিবুল ইসলাম, পূর্নিমা, দেলোয়ার হোসেন সংগীত পরিবেশনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category