মাদক পাচারের অভিযোগে স্বপন ইসলাম (৩৭) নামের একজনকে আটক করেছে র্যাব। র্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি টীম রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর- কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে অভিযান চালায়।
এসময় তার কাছ থেকে ২৯ বোতল ফেনসিডিল, ফেনসিডিল বহনের ব্যাটারী চালিত পাখি ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। স্বপন ইসলাম গাংনীর সহড়াতলা গ্রামের আব্দুল মজিদের ছেলে। মামলাসহ তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, ফেনসিডিল পাচার হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টীম মেহেরপুর- কুষ্টিয়া সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালায়। এসময় ভ্যান থেকে সহড়াতলা গ্রামের আজের উদ্দীনের ছেলে বাদশা একজন দৌড়ে পালিয়ে গেলেও ধরা পড়ে স্বপন। দু’জনের বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় স্বপনকে সোপর্দ করা হয়েছে।