মেহেরপুরের গাংনীতে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। একই সাথে আহত হয়েছেন আরো দুই জন।
বৃহষ্পতিবার দুপুরে উপজেলার হাড়াভাঙ্গা ও কাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতরা হচ্ছেন- গাংনীর হাড়াভাঙ্গা গ্রামের কৃষক আকরাম হোসেন (৬৫) ও কাজীপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম (৪০)। আহতরা হলেন-ব্রজপুর
গ্রামের হাউস আলী (৫৪) ও কাজীপুর গ্রামের মুন্নাফ আলী (৪৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন।
চেয়ারম্যান আলম হুসাইন জানান, দুপুরের দিকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় হাড়াভাঙ্গা
মাঠে আকরাম হোসেন ও হাউস আলী এবং কাজিপুর মুন্সিপাড়ায় জাহাঙ্গীর আলম ও
মুন্নাফ আলী কৃষি কাজ করছিলেন।
হঠাৎ বজ্রপাত হলে চারজন আহত হন। গুরুতর আহত আকরাম হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জাহাঙ্গীর আলমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজনেরই মৃত্যু ঘটে। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।