প্রেমিকার সাথে সম্পর্ক পরিবারের লোকজন মেনে না নেওয়ায় অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন স্বপন (২২) নামের এক যুবক। সোমবার (২০মার্চ) সকালে সে ভুট্টা ক্ষেতে দেওয়া কীটনাশক পান করে। পরে প্রবাসী পিতার কাছে ফোন দিয়ে আত্মহত্যার কথা জানালে প্রেমিকার পিতাসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামের মালেশিয়া প্রবাসী শহিদুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র।
স্বপনের নানী জরিনা খাতুন জানান, স্বপন তার সহপাঠি প্রতিবেশী সাহেব আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌসের সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রায় দুই বছর যাবত উভয়ের মাঝে মন দেয়া নেয়ার বিষয়টি দুই পরিবারের লোকজন জেনে যায়। এনিয়ে প্রেমিকার পরিবারের সাথে বেশ কয়েকবার দ্বন্দ্বও হয়। কয়েকদিন আগে স্বপন তার পরিবারের কাছে প্রেমিকার সাথে বিয়ের দাবী তোলে। এ দাবী প্রত্যাখান করায় অভিমানে আত্মহত্যার জন্য কীটনাশক পান করে স্বপন। কীটনাশক পান করার পর মোবাইল ফোনে স্বপন তার পিতা শহীদুল ইসলামকে কীটনাশক পান করার বিষয়টি জানালে শহীদুল ইসলাম বাড়িতে জানায়। পরিবারের লোকজন স্বপনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিতে প্রেমিকার বাবা মোটরসাইকেলযোগে নিয়ে আসে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর স্বপন আশংকামুক্ত বলে জানিয়েছেন জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবির হাসান।