মেহেরপুরের গাংনীর দেবীপুরর পানিতে ডুবে আসাব আলী (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৬ আগষ্ট) বিকেলে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত আসাব আলী গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের হাসমোতুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সে তার বাবা মায়ের সাথে একই উপজেলার দেবীপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে। শুক্রবার বিকেলে বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলা করছিল। খেলতে খেলতে ফুটবলটি পাশের পুকুরে চলে যায়।
শিশু আসাব ফুটবলটি আনতে পুকুরে নামলে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগীতায় আসাবের লাশ উদ্ধার করে।