• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

গাংনীতে তিনটি হত্যা মামলার আসামী হয়েও কৃষকলীগের সভাপতি

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩১ জুলাই, ২০২২

গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পদে থেকেই তিনটি হত্যাসহ হাফ ডজন মামলার আসামী ছিলেন।

বর্তমানে তিনটি হত্যাম মামলা বিচারাধীন থাকা সত্বেও সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এবার সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকায় বইছে আলোচনা সমালোচনার ঝড়।

নিজের গ্রুপের ও প্রতিপক্ষের অনেক পরিবারে আতংক বিরাজ করছে।

আতিয়ার রহমান গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এবিষয়ে আতিয়ার রহমানের দাবি রাজনীতি করতে গেলে মামলা হতেই পারে।

জানাগেছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার ২ বছর পর গত ২৯ জুলাই শুক্রবার বিকেলে গাংনী পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্মেলন শেষে রাতে ত্রী-বার্ষিক কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। রাত ৮ টা থেকে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

৩৫০ জন কাউন্সিলর সভাপতি ও সম্পাদক নির্বাচনে ভোট প্রদান করেন। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কমিটিতে আতিয়ার রহমানকে সভাপতি ও মশিউর রহমান পলাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

ত্রি-বার্ষিক কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা কৃষক লীগের সহসভাপতি মাহাবুবুল আলম শান্তি, বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফের নেতৃত্বে ৬ সদস্য এবং মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, সাধারণ সম্পাদক এম এ খালেকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

গাংনী থানা সুত্রে জানা গেছে, আতিয়ার রহমানের নামে মেহেরপুর সদর থানার ৬/১০/২০১০ ইং তারিখে মামলা নং ৯। গাংনী থানার ১২/০৬/২০১৭ইং তারিখ, মামলা নং ১৬। ৩০/০৭/২০১৭ ইং তারিখ মামলা নং ৩৪। ৯/১১/২০২১ ইং তারিখ, মামলা নং ৯।

স্থানীয় ইউপি সদস্য লক্ষিনারায়নপুর ধলা গ্রামের আজমাইন হোসেন টুটুল জানান, আতিয়ার রহমান একজন দুর্ধষ প্রকৃতির মানুষ। সে কৃষক লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় মানুষের অনেক ক্ষতি করেছে। এর পরেও সে সভাপতি হওয়াতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে একই রকম মন্তব্য করেছেন এলাকার সাধারণ জনগন।

জেলা কৃষক লীগের সাধরণ সম্পাদক ওয়াসিম সজ্জাদ লিখন বলেন, আতিয়ার রহমান ষড়যন্ত্রের শিকার হয়ে মামলার আসামি হয়েছেন। কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এখানে আমাদের কিছুই করার বা বলার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category