জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে ষে হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ, পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান ও জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।