সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমএ খালেক।
অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি, জাতীয় পার্টির জেপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুল হক মন্টু, পল্লী বিদ্যুৎ এর এলাকা পরিচালক রিয়াজ উদ্দিন, শিক্ষক ওয়াহিদুজামান ও রকিবুল ইসলামসহ মহিলা অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষানার্থীরা।