দেশী খেজুর চাষ, বীজ রোপন ও উদ্বুদ্ধকরণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকাল ১১ টায় গাংনী
পৌরসভার হলরুমে এ কর্মসুচির উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন।
গাংনী পৌরসভার প্যানেল মেয়র আছেল উদ্দেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম ও বাংলাদেশ হেরিটেজ স্টাডি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ঝিনাইদহ জেলার সভাপতি হাবিবুর রহমান হাবিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গাংনী উপজেলার সাধারণ সম্পাদক মহিবুল আলম। অতিথিরা খেজুর গাছের উপকারিতা এর ভবিষ্যৎ উন্নয়নের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথী একটি খেজুর গাছের চারা রোপণ করে এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন এনজিও ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।