• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

গাংনীতে কালব এর ১২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২
গাংনীতে কালব এর ১২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা শিক্ষক কর্মচারী কো -অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় গাংনী মহিলা ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে কালব এর উপজেলা শাখা সাধারণ সভার আয়োজন করে।

 

অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কালবএর সভাপতি খোরশেদ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কালবএর ম্যানেজার সুজয় কুমার বসু, উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু, কাজিপুর কলেজের অধ্যক্ষ মোকাদ্দেসুর রহমান, গাংনী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলামসহ অনেকে।

 

বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরজ্জামান মনি। মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সংগঠনের টেজারার রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও কালব এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২০২১-২০২২ অর্থবছরের আয় ব্যয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে অতিথি ও লটারির মাধ্যমে ৭২ জন বিজয়ীকে পুরুস্কৃত করা হয়। সভায় সংগঠনের সদস্য ও সঞ্চয় বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category