• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:

গাংনীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
গাংনীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে সার মজুদের দায়ে করমদী গ্রামের দিঘীরপাড়ার বিসমিল্লাহ ট্রেডার্সে স্বত্বাধিকারী আশরাফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার সরকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ দন্ড প্রদান করেন। এ সময় জব্দ করা হয়েছে ৯০ বস্তা ইউরিয়া ও ২৯ বস্তা ডিএপি সার।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সরকারের অনুমোদিত বিসিআইসি ডিলার না হওয়া সত্ত্বেও নিজ গোডাউনে সার মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা অভিযান চালিয়ে গতকাল বুধবার (১০ ডিসেম্বর) ৯০ বস্তা ইউরিয়া ও ২৯ বস্তা ডিএপি সার জব্দ করে।

পরে আজ বৃহষ্পতিবার ভ্রাম্যমান আদালতে বসিয়ে ২০০৬ সালের ৮ (১) ধারায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স স্বত্বাধিকারী আশরাফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category