কুষ্টিয়ায় বাড়ি থেকে পালিয়ে প্রেমিক প্রেমিকার বিষপানে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানাধীন ঝাউদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায় ঝিনাইদহ জেলার ছেলে ও মেয়ে পালিয়ে এসে ঝাউদিয়া ইউনিয়ন বৈদ্যনাথপুর গ্রামে ছেলের আত্মীয় সালামতের বাড়িতে পালিয়ে আসে প্রেমিক -প্রেমিকা। পরে সেখানে তারা বিষপানে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন সাংবাদিকদের জানান, গতকাল ছেলে মেয়ে দুজন পালিয়ে আসে। পরে অনেক খোঁজাখুঁজি করে আমরা পায়নি। আজ মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিট সময় আমরা খবর পায়।
বিষপানে মৃত্যু শাহীন বিশ্বাসের ছেলে সাগর ইসলাম (১৭) গ্রাম রাজনগর, ইউনিয়ন মির্জাপুর থানা শৈলকুপা, জেলা ঝিনাহদহ এবং হালিম মন্ডলের মেয়ে বর্ষা খাতুন (১৬) গ্রাম গোবিন্দপুর থানা শৈলকুপা জেলা ঝিনাইদহ।
ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের এসআই কবির হোসেন ও এএসআই অনুপম সঙ্গীয় ফোর্স নিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন। এবং লাশ দুটো কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান ।