আনকাট সেন্সর পেল রাইসুল ইসলাম অনিকের চলচ্চিত্র ইতি চিত্রা। গতকাল বিকেলে সেন্সর প্রদর্শনী শেষে মিষ্টি প্রেমের এই সিনেমাকে আনকাট সেন্সর দেয় সেন্সর বোর্ড।
নির্মাতা রাইসুল ইসলাম অনিকের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন,জান্নাতুল রিতু, নরেশ ভূঁইয়ান, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন, লোবা আহমেদ, শেখ স্বপ্না, ব্রিটিশ বাবু, তামিম ইকবাল, শাহিন মৃধা, কামাল খানসহ অন্যান্য শিল্পীরা। নির্মাতা রাইসুল ইসলাম অনিকের বাড়ি মেহেরপুর।
এপ্রসঙ্গে নির্মাতা রাইসুল ইসলাম অনিক জানান ৯০ দশকের সত্য প্রেমের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ইতি চিত্রা। পরিবারের সবাইকে নিয়ে দেখার মত এই সিনেমা দর্শকদের সুস্থ বিনোদন দিতে সক্ষম।