শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকার গঠন হওয়ায় ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১ টায় হরিণাকুণ্ডু প্রিয়নাথ স্কুল এ্যান্ড কলেজ মাঠ থেকে বিএনপি এক আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
এখানে দলটির উপজেলা সভাপতি আবুল হাসান মাস্টার তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা আমাদের উপজেলা দলীয় কার্যালয়ে বসতে পারি নাই। ক্ষমতাসীন মহল ২০০৯ সালে দখল করে নেয়, এর পর থেকে আমরা আমাদের অফিসে আসতে পারি নাই। আজ সেই স্বৈরশাসক হাসিনা সরকারের পতন হয়েছে। খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছে। আমরা আজ আমাদের দলীয় কার্যালয়টি পুনরুদ্ধার করে দীর্ঘ ১৬ বছর পর আমাদের অফিসে নেতাকর্মীদের নিয়ে বসতে পেরেছি। সারাদেশের মানুষ এই সরকারের অধীনে অনেক নির্যাতন সহ্য করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মী এখনও জেলে। এতো কিছুর পরও আমরা ধৈর্য ধরেছি। আজ আমার মনে হচ্ছে আমরা আবারও আমাদের দেশটি স্বাধীন করতে পেরেছি। এটা সম্পূর্ণ আমার বাংলার সোনার ছাত্রদের জন্যই সম্ভব হয়েছে। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। সেই সাথে এই আন্দোলনে আমরা রংপুরের আবু সাঈদসহ যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানাচ্ছি
।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা সেক্রেটারি তাইজাল হোসেন,দলের পৌর সভার খন্দকার জিন্নাতুল হক খান, এবং অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনিচুর রহমান, আব্দুল মোমিন, আব্দুস সামাদসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।