• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:১২ অপরাহ্ন

সাফ ফুটবল নেপালে নয় ভারতে!

স্পোর্টস ডেস্ক
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
সাফ ফুটবল নেপালে নয় ভারতে!
সাফ ফুটবল নেপালে নয় ভারতে!

আগামী সাফ চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ আগেই নিশ্চিত হয়েছে। ২০ জুন টুর্নামেন্ট শুরু হয়ে ৩ জুলাই পর্যন্ত চলবে। ছেলেদের এই টুর্নামেন্টে স্বাগতিক হওয়ার কথা ছিল নেপালের। আকস্মিক পট পরিবর্তনে এখন হিমালয়ের দেশ থেকে সাফ ভারতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মূলত এএফসির কংগ্রেসের ফাঁকে সাফের সদস্য দেশগুলোর সঙ্গে স্পন্সর প্রতিষ্ঠানের সভাতেই ভেন্যু বদলে যাওয়ার ইঙ্গিত মিলেছে।

স্পন্সর প্রতিষ্ঠান চাইছে, এবারের সাফ ভারতে হোক। ভারতের কর্মকর্তারাও স্বাগতিক হতে প্রাথমিক সম্মতি দিয়েছে। এরপরের সাফ হওয়ার কথা রয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। তবে সেটা আলোচনা সাপেক্ষে। স্পন্সর প্রতিষ্ঠানের এই সংক্রান্ত একটি ড্রাফট সদস্য দেশগুলোর কাছেও পাঠানো হয়েছে। সেটি পর্যালোচনা করে এই মাসেই অনলাইন সভায় সব কিছু চূড়ান্ত করা হবে।

বাহরাইন থেকে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাফের স্বাগতিক এবার ভারত হতে পারে। স্পনসর প্রতিষ্ঠান এটাই চাইছে। ভারতও রাজি আছে। তাতে করে নেপালের সম্ভাবনা কমে যাচ্ছে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে স্পনসরের সঙ্গে নতুন চুক্তি সম্পাদনের ওপর। এই মাসেই সবকিছু চূড়ান্ত হবে বলে আশা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category