• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন

মেহেরপুরে বেকারী কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
মেহেরপুরে বেকারী কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরে বেকারী কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে আদি বম্বে বেড অ্যান্ড সুইটস কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

মেহেরপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদি বম্বে ব্রেড এন্ড সুইটসের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মানুষের শরীরের জন্য ক্ষতিকর রং ও বিএসটিআই নকল লোগো এবং ভূয়া লাইসেন্স ব্যবহার করে উৎপাদন করে আসছে। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় আদি বম্বে ব্রেড এন্ড সুইটসের মালিক মোঃ রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেনেটারী ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মোঃ তরিকুল ইসলাম ও র‌্যাব ১২এর একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category