• রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

মেহেরপুরে প্রান্তিক চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৬ মে, ২০২৪
মেহেরপুরে প্রান্তিক চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ
মেহেরপুরে প্রান্তিক চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ

উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে মেহেরপুরে প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (৬ মে) দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৬ হাজার ৫শ কৃষক-কৃষানীর হাতে এ বীজ ও সার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামিম হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।

সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। প্রতিটি কৃষক-কৃষানী এক বিঘা জমিতে এই বীজ দিয়ে উৎপাদন করতে পারবেন। পরে ৫০ ভাগ ভূর্তকি মূল্যে একজন কৃষকের হাতে একটি ধান ও গম মাড়াইয়ের হার্ভেস্টর মেশিন তুলে দেওয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category