• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

মেহেরপুরে পাঠাভ্যাস উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
মেহেরপুরে পাঠাভ্যাস উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা
মেহেরপুরে পাঠাভ্যাস উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা

মেহেরপুরে উপজেলা পর্যায়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মেহেরপুর সদর উপজেলার ৫০ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক (লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান) সহ মোট ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
এসময় অন্যদের মধ্যে জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুল আলম, প্রকল্পের টিম ম্যানেজার প্রদিপ কুমার পাল উপস্থিত ছিলেন।
স্কীমভূক্ত সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অনুকুল পরিবেশ তৈরি করা,তাদের বয়স ও মন-উপযোগী সুন্দর সুখপাঠ্য এবং উন্নত মানসম্পন্ন বাংলা ও ইংরেজি বই পড়ার অভ্যাস গড়ে তোলা লক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category