• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহতের প্রতিবাদে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহতের প্রতিবাদে মানববন্ধন
গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহতের প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা শামীমা কনা ইসলাম নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রভাষক আলহাজ্ব শফি কামাল পলাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন, আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখন। মানববন্ধনে গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা শামীমা ইসলাম কনা নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেফতার না করলে, আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা দেন। উল্লেখ্য গত ২৩ জানুয়ারি সোমবার বেলা ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর পশ্চিম মালসাদহ জোড়া ব্রিজের কাছে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা শামীমা ইসলাম নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category