• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

কাতার বিশ্বকাপ স্টেডিয়ামে অ্যালকোহল নিষিদ্ধ

বিবর্তন ডেস্ক
Update : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
কাতার বিশ্বকাপ স্টেডিয়ামে অ্যালকোহল নিষিদ্ধ
কাতার বিশ্বকাপ স্টেডিয়ামে অ্যালকোহল নিষিদ্ধ

কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ শুরু হওয়াটা এখন সময়ের অপেক্ষা। এর পরই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। রোববার (২০নভেম্বর) কাতার বিশ্বকাপের পর্দা উঠবে। আর এরই মধ্যে অ্যালকোহলের বিষয়ে এসেছে নতুন সিদ্ধান্ত। যতটুকু সুবিধা দেওয়া হয়েছিল, সেটিও নেওয়া হলো কেড়ে। স্টেডিয়ামে বসে অ্যালকোহল গ্রহণের বিষয়ে দেওয়া হয়েছে নতুন নিষেধাজ্ঞা।

আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘কাতারের স্টেডিয়াম এলাকা থেকে বিয়ার বিক্রির জায়গা সরিয়ে নেওয়া হয়েছে।’

এর পরেই ইউরোপসহ বিভিন্ন জায়গা থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিবৃতির পরে চটেছে অ্যালকোহল বিক্রির বিভিন্ন কোম্পানিও।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ‘কাতারে অবৈধভাবে কেউ মাদক পাচার বা বহন করলে জরিমানা হিসেবে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।’
অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, স্টেডিয়ামের ভেতরে কাউকে মদ পান করতে দেখলে বা কেউ মাতলামি করলে অনেকেই অস্বস্তিতে পড়বেন। কারণ বিশ্বকাপে বেশির ভাগ দর্শক এশিয়া ও মধ্যপ্রাচের দেশগুলো থেকে আসবে। তারা অ্যালকোহলের বিষয়ে তেমন অভ্যস্ত না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category