বাংলাদেশের নারী দলযেন উড়ছে সাফ চ্যাম্পিয়নশিপে। পাকিস্তানকে ৬-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে এক ধাপ এগিয়ে গেলো সাবিনা খাতুন-মনিকা চাকমারা। শনিবার (১০ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের জালে হাফডজনবার বল জড়ায় গোলাম রাব্বানী ছোটনের দল। এদিন বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন অধিনায়ক সাবিনা খাতুন। বাংলাদেশের পক্ষে গোলের যাত্রা করেন মনিকা। ম্যাচের তৃতীয় মিনিটে ডি বক্সের বাইরে থেকে এক গোলে বাংলাদেশকে এগিয়ে দেন মনিকা। প্রথমার্ধে আরও ৩ গোল দেয় বাংলার এ নারী দল।
ম্যাচের ২৮তম মিনিটে বাংলাদেশকে ২-০ গোল ব্যবধানে এগিয়ে দেন সিরাত জাহান স্বপ্না। এরপর চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে প্রথমার্ধে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক সাবিনা। ম্যাচের ৩১ ও ৩৫তম মিনিটের সময় গোল করেন বাংলাদেশের অধিনায়ক। দ্বিতীয়ার্ধে মাঠে নামার পরেও পাকিস্তান বাংলাদেশের সামনে টিকেনি। খেলার ৫৯তম মিনিটে গোল করে নিজের হ্যাট্রিকের পাশাপাশি দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন সাবিনা। পাকিস্তানের জালে শেষ পেরেকটি ঠুকে দিয়ে অর্ধডজনবারের মতো এগিয়ে বড় ব্যবধানের জয় নিশ্চিত করেন ঋতুপর্ণা চাকমা।
বাংলাদেশ এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোল ব্যবধানের জয় দেখেছিল। টানা দুই ম্যাচে দুই জয় এবং ৯ গোল ব্যবধানে এগিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে গোলাম রব্বানী ছোটনের দল।