• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সংবিধান মেনে যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: হানিফ ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান ঝিনাইদহে ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগ নেতাসহ আহত ৪ স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি-যাদের নলও নাই গুলিও নাই: ফরহাদ হোসেন চুয়াডাঙ্গায় জাকের পার্টির আব্দুল লতিফ খানের মনোনয়নপত্র জমা কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের শোডাউন গাংনীতে অবরোধের পক্ষে জাসাসের বিক্ষোভ মিছিল মেহেপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডাঃ সাগরকে বরণ কুষ্টিয়ায় নৌকার বিপক্ষে লড়বেন সাবেক দুই এমপি ও হানিফের আসনে মেয়র পুত্র তনু সারাদেশে নির্বাচনের উৎসবমুখর আমেজ তৈরী হয়েছে: হানিফ

মেহেরপুর জেলা বিএনপির একাংশের রোডমার্চের গাড়ি বহরে হামলা, আহত-৮

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
মেহেরপুর জেলা বিএনপির একাংশের রোডমার্চের গাড়ি বহরে হামলা, আহত-৮
মেহেরপুর জেলা বিএনপির একাংশের রোডমার্চের গাড়ি বহরে হামলা, আহত-৮

খুলনার রোডমার্চে অংশ নেয়ার উদ্দেশ্যে যাওয়া মেহেরপুর জেলা বিএনপির গাড়ি বহরে হামলায় জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহবুব সানিসহ আহত হয়েছেন অন্তত ৮জন নেতাকর্মী।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের বারোবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির রোড মার্চে মেহেরপুর থেকে খুলনা অভিমুখে সকাল সাড়ে ৭টার সময় বাস, ট্রাক, মাইক্রোবাস ও শতাধিক মোটরসাইকেল যোগে নেতা কর্মী রওনা হয়।

নেতাকর্মীরা মেহেরপুর জেলা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। শুরুতেই ঝিনাইদহে পথসভা শেষে যশোর হয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয় নেতাকর্মীরা। এসময় বারোবাজার নামক স্থানে পৌছালে পূর্বপরিকল্পিত ভাবে সড়কের পাশে অবস্থান নিয়ে থাকা সেখানকার স্থানীয় লোকজন তাদের গাড়ি গতিরোধ করো করে রোডমার্চে যাওয়া মেহেরপুরের নেতা কর্মীদের উপর অতর্কিত হামলা করেন।

হামলায় গুরুতর আহত হয় মেহেরপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহবুব সানি, যুব নেতা উজ্জল, ছাত্রনেতা ফুর্তি, বিএনপি নেতা মোয়াজ্জেম, মাহাতাব, নবীনদলের দপ্তর সম্পাদক সোহাগসহ ট্রাক চালক রাজু। এসময় গাড়ি বহরে থাকা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা দ্রুত এসে আহতদেরকে উদ্ধার করা হয়। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় নেতাকর্মীদের।

আহতরা জানায়, ঝিনাইদহে পথসভা শেষে খুলনার উদ্দেশ্যে রওনা হলে যশোর বারোবাজার তেলপাম্পের কাছে পৌঁছালে, কিছু লোক হকষ্টিক, জিআই পাইপ, দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির গতিরোধ করে। কিছু বলার আগেই তারা অতর্কিত হামলা চালালে নেতাকর্মীরা দিকবিদিক ছুটতে থাকে। এসময় তারা গাড়ি ও প্রচার মাইক ভাংচুর করে। পরে পিছনের গাড়িতে থাকা নেতাকর্মীরা ছুটে এলে তারা পালিয়ে যায়। এসময় ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহবুব সানি সহ আহত হয়েছেন অন্তত ৮জন নেতাকর্মী আহত হয়।

জেলা বিএনপির যুগ্মসম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ বলেন, বিএনপির রোডমার্চ উপলক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ ঝিনাইদহে পথসভা শেষে খুলনার উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে বারোবাজার নামক স্থানে পৌছালে আমাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাংচুরসহ প্রায় দশজন নেতাকর্মীকে পিটিয়ে গুরুত্বর আহত করে। তিনি আরও বলেন আওয়ামী নামধারী সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে আমাদের উপর এই অমানবিক হামলা চালায়। আমরা এই নির্লজ্জ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category