
শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে নায়েব বাড়ি মন্দিরে আলোচনা সভা ও পরে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি মেহেরপুর নায়েববাড়ি পূজা মন্দির থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সনাতন ধর্মাবলম্বীদের আয়েজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সারোয়ার, নায়েব বাড়ি মন্দিরের সভাপতি চিত্তরঞ্জন সাহা, মেহেরপুর পূজা উদযাপন পরিষদের আহবায়ক কিশোর পাত্রসহ ভক্তবৃন্দ।