মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের পিন্টু নামের (৪০) নিজ চায়ের দোকানের বাশের আড়ার সাথে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে আত্মহত্যার ঘটনা ঘটে । দুই সন্তানের জনক পিন্টু মিয়া কুলবাড়িয়া তালপাতা পাড়ার আব্দুস সাত্তারের ছেলে।
পিন্টুর স্ত্রী জানায়, প্রতিদিনের ন্যায় গতরাত ২টা পর্যন্ত চায়ের দোকান চালানোর পর দোকান বন্ধ করে আমার পাশে ঘুমিয়ে পড়ে। কখন যে আমার পাশ থেকে উঠে গিয়ে আত্মহত্যা করেছে আমি বুঝতে পারিনি। সে হার্ট কিডনি সমস্যাসহ মানসিক রোগে ভুগছিল। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন ।