• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

মেহেরপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

“পতিত জমি আবাদ করি,কৃষি সমৃদ্ধ মেহেরপুর গড়ি” এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবাইদুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহ্বান করেছেন, এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। আমরা প্রধানমন্ত্রীর সেই ঘোষণাকে মেহেরপুরে বাস্তবে রূপ দিতে চাই।

জেলা প্রশাসক বলেন, আপনাদের যেখানে যতটুকু পতিত জমি রয়েছে, সেখানেই শাকসবজি থেকে শুরু করে নিজেদের প্রয়োজনীয় সবজি রোপন করতে হবে।

পরে সেখানে বিভিন্ন ধরনের সবজির চারা ও বীজ বিতরণ করা হয়। একই সাথে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান শোলমারী গ্রামের একটি বাড়ির আঙ্গিনায় পেঁপের চারা রোপণ করেন।

এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category