• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

মেহেপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডাঃ সাগরকে বরণ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
মেহেপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডাঃ সাগরকে বরণ
মেহেপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডাঃ সাগরকে বরণ

মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডাঃ এ এস এম নাজমুল হক সাগরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দলীয় মনোনয়ন পেয়ে ঢাকা থেকে এলাকায় ফিরলে মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে তাকে মোটর সাইকেল শোভাযাত্রাসহ বরণ করেন নেতাকর্মীরা।

ঢাকা থেকে সড়ক পথে কুষ্টিয়া হয়ে এলাকায় প্রবেশ করলে তাকে নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন। এসময় খলিশাকুন্ডি থেকে মোটর সাইকেল শোভযাত্রাসহ গাংনী শহরে আনা হয়। গাংনী বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্যে নৌকা প্রতীক বিজয়ী করার আহবান জানান আওয়ামী লীগ প্রার্থী ও নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. একেএম শফিকুল আলম, সহসভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সোহেল আহম্মেদ, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা ও কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানাসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category