মানুষ মাত্রই ভুল করে। মনের অজান্তেই মানুষ অনেক পাপ ও ভুল হয়ে যায়। তাই সবসময় ইসতেগফার করি, আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করা চাই।
হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি গুরুত্বসহকারে ইসতেগফার করতে থাকে, আল্লাহ তায়ালা তার প্রত্যেক অসুবিধায় মুক্তির পথ দেখিয়ে দেন, প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন, যা তার কল্পনায়ও ছিল না।(আবু দাউদ : ১৫১৮)
যেব্যক্তি বেশি বেশি ইসতেগফার করে আল্লাহ তার অসুবিধা দূর করে দেন, দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং অফুরন্ত রিজিক দান করেন।
বান্দা ইসতেগফার করলে আল্লাহ খুশি হন। নামাজ আদায়ের পরও ইসতেগফার পড়ার নির্দেশ দিয়েছেন।
পার্থিব জীবনের অসুবিধা ও দুশ্চিন্তা দূর করতে বেশি বেশি ইসতেগফার পড়া চাই।