• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
সংবিধান মেনে যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: হানিফ ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান ঝিনাইদহে ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগ নেতাসহ আহত ৪ স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি-যাদের নলও নাই গুলিও নাই: ফরহাদ হোসেন চুয়াডাঙ্গায় জাকের পার্টির আব্দুল লতিফ খানের মনোনয়নপত্র জমা কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের শোডাউন গাংনীতে অবরোধের পক্ষে জাসাসের বিক্ষোভ মিছিল মেহেপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডাঃ সাগরকে বরণ কুষ্টিয়ায় নৌকার বিপক্ষে লড়বেন সাবেক দুই এমপি ও হানিফের আসনে মেয়র পুত্র তনু সারাদেশে নির্বাচনের উৎসবমুখর আমেজ তৈরী হয়েছে: হানিফ

প্রধানমন্ত্রীকে গালি দেওয়া গাংনীর তালেব গ্রেফতার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করা মেহেরপুরের গাংনীর আবু তালেবকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে গাংনী উপজেলা সহগোলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

আটক আবু তালেব গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের হাটপাড়ার হারুন-উর-রশিদ এর ছেলে।

মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ফেসবুক লাইভে এসে গত শনিবার (৬-আগস্ট) প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করেন।

৫০ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহূর্তের ভাইরাল হয়ে পড়ে যা রাষ্ট্রদ্রোহের অপরাধের শামিল।

এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটকের চেষ্টা চলছিল এবং আবু তালেব গা ঢাকা দিয়েছিল।

পরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সহগোলপুর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

তিনি আরো জানান গ্রেফতারকৃত, আবু তালেবের বিরুদ্ধে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দেওয়া হয়েছে।

ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category