মেহেরপুরের মুজিবনগর স্মৃতি সৌধে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ বুধবার (১৭ এপ্রিল) সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষে পতাকা উত্তোলন করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত পতাকা উত্তোলন করেন। সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, র্গালস গাইড এবং ছাত্র-ছাত্রীগন কতৃক গার্ড অব অনার প্রদান ও কুঁচকাওয়াজ প্রদর্শন। সকাল ১০ টায় গীতি নাট্য “সোনালী স্বপ্নের দেশ” উপস্থাপন। ১০:৪৫ মিনিটে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। যেখানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। সন্ধ্যা সাড়ে ৬ টায় মুজিবনগর স্মৃতিকেন্দ্রের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজী ও লেজার শো অনুষ্ঠিত হবে।