কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু‘র ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শেখ কামালসহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: এজাজ আহমেদ মামুন, আরও বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরদার আবু সালেক, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, সেকেন্দোর আলী, টিপু নেওয়াজ প্রমুখ।