কুষ্টিয়ার দৌলতপুরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইউএনও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃত্তি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আফরোজ শাহীন খসরু, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল জব্বার জানান, ক্ষুদ্র পরিসরে একটি ভাল কাজের সুচনা করা হলো। যার ফলে এ উপজেলার দরিদ্র এবং মেধাবী ছাত্র/ছাত্রীরা উপকৃত হবে। উল্লেখ্য এই প্রথম বারের মত এই উপজেলায় ইউএনও শিক্ষা বৃত্তি চালু করা হলো।