আসন্ন মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থীতা ঘোষনা দিয়েছেন মটমুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রশিদ। শনিবার (৩ সেপ্টেম্বর) তিনি কয়েকটি ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে প্রার্থীতা জানিয়ে সর্মথন চেয়েছেন। তিনি গাংনী উপজেলার মটমুড়া গ্রামের সামসদ্দিনের ছেলে।
জেলা পরিষদের গাংনী উপজেলার সদস্য পদের জন্য প্রার্থীতা ঘোষনা দিয়ে আব্দুর রশিদ বলেন, দীর্ঘদিন যাবৎ মটমুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমি সামাজিক ও রাজনৈতিকভাবে সব সময় মানুষের পাশে থেকে সেবা করেছি। তারপরও অনেক সীমাবদ্ধতা থেকে যায়। তাই জনপ্রতিনিধি হিসেবে গাংনী উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের পাশে থেকে আরও সেবা করার জন্যই এই নির্বাচনে প্রার্থী হয়েছি। আগামী ১৮ অক্টোবর আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিতে আমি সকলের দোয়া ও সর্মথন চাই।