• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১

চুয়াডাঙ্গায় প্রতিবেদক
Update : শনিবার, ৩০ জুলাই, ২০২২

চুয়াডাঙ্গার জাফরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দুপুরে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার দুই যুবক আনন্দ ও মিঠু বেপরোয়া গতিতে মোটরসাইকেল যোগে ডিঙ্গেদহ বাজারের দিকে যাচ্ছিলো।

পথিমধ্যে জাফরপুর নামক স্থানে যুব উন্নয়ন অফিসের সামনে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ওভারটেক করছিল। একই সময় বিপরীত দিক থেকে ঔষধ কোম্পানির ২ জন বিক্রয় প্রতিনিধি মুক্তা হালদার ও রনি মোটরসাইকেলে চুয়াডাঙ্গা শহরে ফিরছিলো। এ সময় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই মোটরসাইকেলে থাকা ৪ জন আরোহী মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন মোটরসাইকেল আরোহী মিঠু ও আনন্দকে মৃত ঘোষণা করেন। এক ঘন্টা চিকিৎসাধীন থাকার পর মুক্তা হালদার মারা যান।

আহত রনিকে ঢাকায় রেফার করা হয়েছে। নিহত মুক্তা হালদার ও আহত রনির বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। তারা দুজনই এভারেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানীর প্রতিনিধি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category